বরিশালের আগৈলঝাড়ায় সাত প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মুদি দোকান অস্বাস্থ্যকর রাখার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কাওসার ড্রাগ হাউসকে ১২ হাজার টাকা, মেহেদী মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেডিকেল সেন্টারকে ৬ হাজার টাকা এবং আল আমিন মেডিকেল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মুদি দোকান পরিচালনার দায়ে সিকদার স্টোর, হাওলাদার স্টোর ও সাদিয়া স্টোরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মোট সাত প্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাস উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






