আগৈলঝাড়ায় গ্রামীণ কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ৫টি ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৬০ জন জনপ্রতিনিধি এবং কাবিটা-কাবিখা ও টি.আর প্রকল্পের সভাপতি ও সম্পাদকগণ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন শাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন তার বক্তব্যে বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শতভাগ কাজ নিশ্চিত করতে হবে। জনগণের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাই কোন প্রকল্পে বরাদ্দের টাকা পুরোপুরি কাজে না লাগানো হলে, যতটুকু কাজ হবে, ততটুকুরই বিল পরিশোধ করা হবে।”
তিনি আরও বলেন, “কোনো প্রকল্পের সভাপতি বা সম্পাদকের কাছে যদি কেউ চাঁদা দাবী করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। প্রয়োজনে সেই প্রকল্পের কাজ বন্ধ করে বরাদ্দকৃত অর্থ ফেরত পাঠানো হবে।”
সভায় জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সমস্যাগুলো তুলে ধরেন। এছাড়া, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
What's Your Reaction?






