বরিশালের আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলা, মামলা দায়ের

মো. মনিরুজ্জামান আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
May 11, 2025 - 15:06
 0  19
বরিশালের আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলা, মামলা দায়ের

বরিশালের আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে এক সহকারী শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবি করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সরকারিভাবে ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন প্রধান শিক্ষক হাসনেহেনা এবং সদস্য সচিব সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধা। বরাদ্দ পাওয়ার পর থেকেই চাউকাঠি গ্রামের নুর আলম হাওলাদার সদস্য সচিবের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার রাত ৯টার দিকে চাউকাঠি বাজারে কাওছারের দোকানের সামনে নুর আলম সহকারী শিক্ষক আবুল কালাম মৃধার ওপর হামলা চালায়। এতে শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার প্রধান শিক্ষক হাসনেহেনা বাদী হয়ে নুর আলমকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

প্রধান শিক্ষক হাসনেহেনা বলেন, “আমার সহকর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি।”

থানার ওসি মো. অলিউর ইসলাম জানান, “শিক্ষকের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, যেটি এজাহার হিসেবে গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow