বদলে যাচ্ছে খোকসার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Aug 13, 2025 - 18:37
 0  7
বদলে যাচ্ছে খোকসার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা

বর্ষা এলেই জলাবদ্ধতা আর ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ—কুষ্টিয়ার খোকসা পৌরসভার নাগরিকদের এই ভোগান্তির দিন এবার শেষ হতে চলেছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের আওতায় পৌর এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে খোকসা পৌরসভার হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। সভায় পৌরসভার প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, এই প্রকল্পটি শুধু কয়েকটি রাস্তা বা ড্রেন নির্মাণ নয়, এর মূল লক্ষ্য শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করে জনস্বাস্থ্য ঝুঁকি কমানো এবং মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও মসৃণ করা। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা রাস্তাগুলো সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণ করা হবে, যা নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।

পৌর প্রশাসক রেশমা খাতুন বলেন, "এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং কোভিড পরবর্তী সময়ে এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

সভায় উপস্থিত এলাকাবাসীর প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করার জন্য আহ্বান জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে খোকসা পৌরসভা একটি নতুন রূপ পাবে বলে আশা করছেন সকলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow