বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 14, 2025 - 14:46
 0  4
বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে নিশিন্তপুর এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেশ কয়েক মাস ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে তারা সরাসরি মহাসড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শ্রমিকরা এ সময় মহাসড়কের পাশে খোলা থাকা অন্যান্য কারখানা বন্ধ করে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় হামীম গ্রুপ, ডেকো গ্রুপ এবং মেডলার গার্মেন্টসসহ প্রায় ১২টি পোশাক কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিক নেতা ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। এই ঘটনায় শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষের আশঙ্কা দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow