ফরিদপুরে রোটারী বর্ষবরণে শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে উদযাপন

রোটারী বর্ষ ২০২৫-২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও বেলুন- পায়রা উড়ানোর মাধ্যমে রোটারী বর্ষবরণ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়।
রোটারী ক্লাব অব ফরিদপুর এবং রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটারী ক্লাব ফরিদপুরের সভাপতি রোটারিয়ান শিমুল হালদার। বেলুন ও পায়রা উড়ানোর পর এক আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ডা. এম এ জলিল, ডা. মো. ইউনুস আলী এবং রোটারিয়ান খন্দকার খালিদ বিন মোর্শেদ। বক্তারা বলেন, রোটারী একটি সেবামূলক সংগঠন। এই সংগঠন শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক খাতে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। আগামীতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট অলোকেশ রায়।
শোভাযাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে ডিসি অফিস, এসপি অফিস ও স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কোর্ট কম্পাউন্ডে গিয়ে শেষ হয়। এতে রোটারী ক্লাব ফরিদপুর, ফরিদপুর নিউ টাউন ক্লাব ও রোটার্যাক্ট ক্লাবের সকল সদস্যবৃন্দ অংশ নেন।
What's Your Reaction?






