ফরিদপুরে 'মানবতার ফেরিওয়ালা' আকাশ মিয়ার ত্রাণ কার্যক্রমে স্বস্তি, প্রশংসা সর্বমহলে

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 27, 2025 - 12:14
 0  5
ফরিদপুরে 'মানবতার ফেরিওয়ালা' আকাশ মিয়ার ত্রাণ কার্যক্রমে স্বস্তি, প্রশংসা সর্বমহলে

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শত শত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিতি পেয়েছেন প্রবাসী মো. আকাশ মিয়া। মরিশাস-ভিত্তিক 'ইশান কামিনী কোম্পানি লিমিটেড'-এর পরিচালক আকাশ মিয়া ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণ বিতরণ করে বন্যার্তদের মুখে হাসি ফুটিয়েছেন। তার এই জনসেবামূলক কার্যক্রমে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলে ভূয়সী প্রশংসা করছেন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বানা ইউনিয়নের চর বেলবানা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগেও তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ঘরহারা ও খাদ্য সংকটে থাকা মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। তার এই উদ্যোগগুলি দৈনিক খোলা চোখে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে।

আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়ার সন্তান মো. আকাশ মিয়া বর্তমানে মরিশাসে কর্মরত থাকলেও, দেশের মানুষের প্রতি তার গভীর ভালোবাসা তাকে বারবার জনসেবায় উদ্বুদ্ধ করে। করোনাকালীন সময়ে মাসব্যাপী চাল বিতরণ, ঈদে গরুর মাংস ও বস্ত্র বিতরণ, এতিমখানায় নিয়মিত খাদ্য সরবরাহ, শীতকালে কম্বল বিতরণ এবং দুর্যোগে ঘর নির্মাণে সহায়তাসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজে তার অবদান অনস্বীকার্য। স্থানীয়রা তাকে "মানবতার ফেরিওয়ালা" উপাধিতে ভূষিত করেছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আকাশ মিয়ার পিতা মো. জাকির হোসেন মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, "আকাশ বিদেশে থাকলেও তার মন সবসময় দেশের মানুষের কাছে পড়ে থাকে। তার এই মহৎ কাজে আমরা গর্বিত।" আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ আকাশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "আকাশের মতো তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে তাদের কষ্ট অনেক কমে যাবে।" সৌদি আরব প্রবাসী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এই উদ্যোগকে অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন। ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মাওলানা রাকিবুল ইসলাম রাকিব বলেন, "মানবতার সেবা একটি শ্রেষ্ঠ ইবাদত। আকাশের এই কাজ আল্লাহর কাছে কবুল হবে এবং তার এই মহৎ উদ্যোগের জন্য আল্লাহ তাকে আরও সফল করবেন।"

মো. আকাশ মিয়া জানান, দেশের মানুষের জন্য কাজ করতে পারাটা তার জন্য আনন্দের। ভবিষ্যতেও তিনি এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন। তার এই উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow