ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বুধবার (২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন শুরু হয়। সামাজিক বন বিভাগ ও ফরিদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, মেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান, পুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস্) মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।
বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু, সামাজিক ভারসাম্য রক্ষার এক অন্যতম উপাদান। এটি আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে, জীববৈচিত্র্য টিকিয়ে রাখে।” তাঁরা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৃক্ষরোপণের ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ফরিদপুর সিভিল সার্জন অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার এক পর্বে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বৃক্ষ মেলা ও রোপণ অভিযানের এই আয়োজন ফরিদপুরের পরিবেশ ও জনসচেতনতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






