ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক মান পরিমাপের গুরুত্ব স্মরণ করে বিশ্ব মেট্রোলজি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএসটিআই ফরিদপুরের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালীন প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন আলোকচিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নন্দকুমার বড়াল, সভাপতি বাজুস ফরিদপুর, বদিউজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফরিদপুর ফিলিং স্টেশন মালিক সমিতি, পরিবহন ব্যবসায়ী মোঃ শাহিন চৌধুরী, হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু। সভা পরিচালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোছাম্মৎ আলেয়া খাতুন।
সভায় বক্তারা বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন এবং মানসম্মত পণ্য নিশ্চিতকরণে সাধারণ জনগণের সম্পৃক্ততার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






