ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, জলকেলী এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় শ্রী অঙ্গন থেকে শুরু হওয়া নগর কীর্তন শহরের ব্রাহ্মণ কান্দা আঙ্গিনা প্রদক্ষিণ করে। এরপর, আলিপুর বান্ধব পল্লীর সামনের রাস্তায় ধর্মীয় অনুষ্ঠান এবং পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে, শ্রী অঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানের বিশেষ প্রার্থনা ও জলকেলী অনুষ্ঠিত হয়। এই দিনটির শেষে কুঞ্জভঙ্গ এবং মহোৎসবের মাধ্যমে নয় দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।
এছাড়া, গত ৫ মে থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসবে ফরিদপুরসহ আশপাশের জেলা এবং পার্শ্ববর্তী দেশের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিলেন।
What's Your Reaction?






