আওয়ামী লীগ নেতাকে দায়ী করে ব্যবসায়ী নুরুজ্জামান বুলবুলের সুইসাইড নোট উদ্ধার

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের কৈজুরী গ্রামে এক তরুণ ঠিকাদার ও ব্যবসায়ী নুরুজ্জামান বুলবুল (৪৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর সময় সুইসাইড নোটে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন যে, বিল্লাল হোসেন তাকে বাঁচতে দিচ্ছেন না।
নুরুজ্জামান বুলবুল, যিনি সদর উপজেলার ব্যবসায়ী মরহুম মোজাফফর হোসেন রাঙা মিয়ার ছোট ছেলে ছিলেন, গতকাল সোমবার (১২ মে) দুপুরে তার পৈত্রিক বাড়ির ২য় তলার শয়নকক্ষে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা সোমবার বিকেলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বুলবুলের মৃত্যুর আগে তিনি একাধিক সুইসাইড নোট লিখে গেছেন। একটি নোটে লেখা ছিল, “বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুলবুল ও বিল্লাল হোসেনের মধ্যে ব্যবসায়িক বিরোধ ও পারিবারিক ঝামেলা ছিল, যা বুলবুলের আত্মহত্যার কারণ হতে পারে।
উল্লেখ্য, বিল্লাল হোসেন এবং বুলবুল একটি যৌথ ব্যবসা করতেন। মুন্সিবাজার বাইপাস মোড়ে তারা একটি চারতলা বিল্ডিং নির্মাণ করেছিলেন। এছাড়াও বুলবুলের মেজো মেয়ে ফাহিম আহমেদ, যিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার দ্বিতীয় স্বামী। এই সম্পর্কেও পারিবারিক অশান্তি চলছিল।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ পাবে।
What's Your Reaction?






