ফরিদপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফরিদপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ফরিদপুর কোর্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
২৪ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারী পুলিশের ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী ব্যবসায়ী ও খুনি গোলাম মোহাম্মদ নাছিরের ফাঁসির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫-এর সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট স্বাধীন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মিয়া, জুলাই যোদ্ধা সোহেল রানা ও রত্না বেগমসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গোলাম মোহাম্মদ নাছির ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসছে। শ্রমিক লীগের সভাপতি পদ ব্যবহার করে তিনি ভিন্ন মতের লোকজনের ওপর মামলা, হামলা ও শারীরিক নির্যাতন চালিয়েছেন। ২৪ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বও তিনি দিয়েছেন।
তারা আরও বলেন, বর্তমানে নাছির কারাগারে থাকলেও তার সহযোগীরা এখনও শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
What's Your Reaction?






