প্রাক্তন চেয়ারম্যান ও প্রধান শিক্ষক (অবঃ) সৈয়দ নুর আলী আর নেই

মাগুরার মহম্মদপুর উপজেলার ৩ নং দীঘা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও পারল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুর আলী আর নেই।
তিনি রবিবার (১১ মে) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম সৈয়দ নুর আলী স্ত্রী, চার পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সোমবার সকালে তার নিজ বাসভবনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে কাশিপুর সিন্দাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি একজন শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে এলাকায় অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন।
উল্লেখ্য, তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ রিফাত সিদ্দিকীর চাচা ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






