পিরোজপুরে মাদকবিরোধী অবস্থানের জেরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত

পিরোজপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ার অভিযোগে আব্দুল্লাহ আল নোমান গাজী (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
আহত নোমান পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। তিনি সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ভাই এমরান গাজী জানান, কয়েক মাস আগে মাদক বিক্রিতে বাধা দেয়ায় অভিযুক্ত মারুফ ওরফে ‘কসাই মারুফ’ প্রকাশ্যে নোমানসহ কয়েকজনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে শনিবার রাতে নোমানকে হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মারুফ পিরোজপুর পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে অভিযুক্ত মারুফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






