পিরোজপুরের নাজিরপুরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ সম্পন্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বর্ষা মৌসুম উপলক্ষে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও সবজি চারা বিতরণ কার্যক্রম ৩০ জুন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছয় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ সময় ৩৩০ জন কৃষককে ৫ কেজি করে আমনের বীজ ও ১০ কেজি সার, ২০০ জন কৃষককে পুঁইশাক, কলমী শাক, চালকুমড়া, লাউ ও কুমড়ার পাঁচ প্যাকেট বীজসহ ১০ কেজি করে সার এবং ৪৮০ জন কৃষককে ৫টি করে নারিকেল ও ১টি করে আম গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার ১৬টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১,৪০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৫,৬০০টি ফলজ চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী পেয়েছে ১টি নিম, ১টি বেল, ১টি জাম ও ১টি কাঁঠালের চারা। কিছু তালের চারা পরে বিতরণ করা হবে বলেও জানানো হয়।
চারা বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা ঐশী উপস্থিত থেকে তদারকি করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুর রহমান জানান, “এই অর্থবছরের শেষ দিনে চারা বিতরণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা এসব চারা পেয়ে আনন্দিত হয়েছে।”
পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই কৃষি অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম প্রতি বছর বর্ষা মৌসুমে পরিচালিত হয়ে থাকে।
What's Your Reaction?






