পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 28, 2025 - 15:14
 0  1
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, “পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে। পিছিয়ে পড়া এলাকাগুলোকে এগিয়ে নিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ সংস্কার ও বালু ভরাটসহ নানা উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হবে।”

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরও জানান, “নাজিরপুরের ইউএনও ও এসিল্যান্ড এলাকাবাসীর খোঁজখবর রাখবেন। অবকাঠামোগত উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তার সবই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত ও আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ।

উল্লেখ্য, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী ৪ কিলোমিটার রাস্তার প্রথম স্তরের কাজ (ইটের খোয়া ও লোকাল বালি দিয়ে) সম্পন্ন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow