নির্বাচন পেছাতে চায় একটি দলের প্রধান, সফল হবে না: মীর সরফত আলী সপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “নির্বাচন পেছাতে একটি দলের প্রধান তালবাহানা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। জনগণের ঐক্য ও সচেতনতা কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেবে না।”
শনিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিটিউশন উচ্চ বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আপনারা যতই ষড়যন্ত্র করুন, তাতে কিছু হবে না। ছাত্র, যুব, শ্রমিক, কৃষক—সব শ্রেণির মানুষ এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?






