ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি
Jul 5, 2025 - 20:12
 0  4
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সলেমান কাজী ওই গ্রামের মৃত রহমান কাজীর ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন তিনি। পথের মধ্যে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, “আমরা রেললাইন ধরে হাঁটছিলাম। হঠাৎ ট্রেন আসতে দেখে আমি চিৎকার করেও স্বামীকে সরাতে পারিনি। তিনি কানে কম শোনতেন। ট্রেন ধাক্কা দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাঁর ক্ষত-বিক্ষত ও মাথাবিহীন লাশ লাইনের ওপর পড়ে থাকতে দেখি।”

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বামনকান্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন,

 “রেললাইন ধরে হাঁটার সময় বৃদ্ধ সলেমান কাজী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow