নিখোঁজের তিন দিন পরও খোঁজ মেলেনি রেদোয়ানের

ফরিদপুরের সদরপুরে শেখ রেদোয়ান (২৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
নিখোঁজ রেদোয়ান উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের সৌদি প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে। তিনি গাজীপুরের একটি বেসরকারি কলেজে বি.এসসি'র শিক্ষার্থী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে রেদোয়ান তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও তখন থেকে বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই ঘটনায় রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং-৫৪৯)।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে খুঁজে বের করতে এবং উদ্ধারের জন্য সব ধরনের প্রযুক্তিগত ও ম্যানুয়াল চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, সুদর্শন ও মেধাবী এই যুবকের আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার পরিবার ও বন্ধুরা তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?






