ফরিদপুরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় ফরিদপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ফরিদপুর ডাক বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় জেলা ডাকঘরের সামনে থেকে র্যালিটির উদ্বোধন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তাহমিনা মমতাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসাইন এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগেও ডাক বিভাগের গুরুত্ব অপরিসীম। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ডাক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা ডাক বিভাগের কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






