নার্সিং পেশা ছেড়ে সফল উদ্যোক্তা রিমা আক্তার কাজল

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 12, 2025 - 11:59
 0  5
নার্সিং পেশা ছেড়ে সফল উদ্যোক্তা রিমা আক্তার কাজল

অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পর সেটি ছেড়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন রিমা আক্তার কাজল। এখন তিনি কেবল একজন ব্যবসায়ী নন, বরং হাজারো তরুণীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের মোহাম্মদ আলীর বড় মেয়ে রিমা আক্তার কাজল ১৯৯৬ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ভাইবোনদের মধ্যে দুই বোন পড়াশোনার পাশাপাশি বর্তমানে তাঁর বিউটি পার্লারের কাজে সহযোগিতা করছেন।

উচ্চমাধ্যমিক পাসের পর তিনি নার্সিং পেশায় যুক্ত হন। তবে শৈশব থেকেই মেকআপ আর্টিস্ট হওয়ার স্বপ্নে উজ্জীবিত কাজল নার্সিং পেশা ছেড়ে দেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার ঊর্মি বিউটি সেলুন, ঐশী বিউটি পার্লার এবং নরসিংদীর আদুরী বিউটি সেলুন থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৭ সালের ১ নভেম্বর বিজয়নগরের আমতলী বাজার স্কুল রোডে নিজের পরিচালনায় ‘কাজল বিউটি পার্লার’-এর যাত্রা শুরু করেন তিনি।

পরবর্তীতে ঢাকার মানিকনগরের প্রীতি বিউটি পার্লার অ্যান্ড ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেভেল–২ মেকআপ আর্টিস্ট কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট হিসেবে দেশ-বিদেশে প্রশিক্ষণ প্রদান ও অনুষ্ঠান পরিচালনা করছেন। তাঁর প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে বহু তরুণী প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন।

কাজল বিউটি পার্লারের স্বত্বাধিকারী রিমা আক্তার কাজল কুমিল্লা মেকআপ ও ফ্যাশন ফেস্ট ২০২২–এ তৃতীয় স্থানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৩০টি সম্মাননা ও ৭টি সেলিব্রিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

তিনি বলেন, ‘উদ্যোক্তা হওয়ার পথে শত বাধা থাকলেও পরিবারের সমর্থন আমাকে এগিয়ে দিয়েছে। আমি চাই নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। ভবিষ্যতে তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হতে চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow