নাম পাল্টে আত্মগোপন, ২০ বছর পর ধরা খেলো সাজাপ্রাপ্ত আসামি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 8, 2025 - 19:02
 0  2
নাম পাল্টে আত্মগোপন, ২০ বছর পর ধরা খেলো সাজাপ্রাপ্ত আসামি

দীর্ঘ দুই দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নোয়াখালীর হাতিয়ার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন (৫৮)। নাম-পরিচয় পরিবর্তন করে রাজধানীতে আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন হাতিয়া উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “জসিম উদ্দিন বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর মামলার আসামি। সাজা এড়াতে তিনি নিজের নাম ও পরিচয় বদলে ঢাকায় বসবাস করছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার আসল পরিচয় উদঘাটন করে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow