নওগাঁর রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রাণীনগর সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান ফিতা কেটে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, চালকল মালিক গ্রæপের সভাপতি মখলেছুর রহমান বাবু ও সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, চলতি বছরে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ২৩২৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ১৩৩৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনের দিনে একজন মিলার ৯ মেট্রিক টন চাল ও একজন কৃষক ৩ মেট্রিক টন ধান সরবরাহ করেছেন বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে, যা খাদ্য মজুদ ও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
What's Your Reaction?






