নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে ট্রেন দুর্ঘটনার শঙ্কা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 18, 2025 - 10:39
 0  16
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে ট্রেন দুর্ঘটনার শঙ্কা

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টিনের চালা উড়ে গিয়ে রেললাইনের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আত্রাইয়ের উপর দিয়ে বয়ে যায় তীব্র কালবৈশাখী ঝড়। এ সময় আত্রাই বিহারীপুর রেলগেটের দক্ষিণে একটি টিনের চালা উড়ে রেললাইনের উপর পড়ে। কিছুক্ষণ পরেই ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছায়।

তবে এলাকাবাসীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা লাল বাতি প্রদর্শন করে ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেন যাত্রীরা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

এছাড়াও কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। রাত ১০টা থেকে শনিবার (১৭ মে) বেলা ১১টা পর্যন্ত সমগ্র আত্রাই বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

আত্রাই পল্লী বিদ্যুতের ডিজিএম কাজি আয়েশা ছিদ্দিকা সরকার জানান,
“তিনটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় তার ছিঁড়ে গেছে। এসব মেরামত করা হলে উপজেলার সব ফিডারে বিদ্যুৎ চালু করা হবে।”

এদিকে, কালবৈশাখীর তাণ্ডবে কৃষকদের পাকা ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ কাঁচা আম গাছ থেকে ঝড়ে পড়ে যাওয়ায় আম চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow