দালালদের মাধ্যমে চাকরির সুযোগ নেই — পুলিশ সুপার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Aug 7, 2025 - 23:48
 0  1
দালালদের মাধ্যমে চাকরির সুযোগ নেই — পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার এহতেশামুল হক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, এবারের টিআরসি নিয়োগ পরীক্ষায় জেলার ৬৫৭ জন প্রার্থী আবেদন করেছেন। তবে চলমান এইচএসসি পরীক্ষার কারণে কিছু প্রার্থী পরীক্ষায় অংশ নিতে সময় নিতে পারেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা শেষে প্রবেশপত্র ও প্রশ্নপত্রসহ উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, শারীরিক (কসরত) পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট এবং মৌখিক (ভাইভা) পরীক্ষা হবে ৩১ আগস্ট।

লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ঢাকায় তৈরি হয়ে প্রার্থীদের হলে বসার পর দেওয়া হবে, ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

এহতেশামুল হক বলেন, “কোনো ধরনের দালাল বা অর্থের বিনিময়ে পুলিশে চাকরি পাওয়া যাবে না। যিনি নিয়োগ পাবেন, তিনি সম্পূর্ণ নিজ যোগ্যতায় নিয়োগ পাবেন।”

তিনি আরও বলেন, “প্রতি বছরই নিয়োগ পরীক্ষার আগে কিছু দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। কেউ তাদের ফাঁদে পা দেবেন না। কোনো দালালের মাধ্যমে চাকরি হবে না। এমন কারও তথ্য থাকলে সরাসরি আমাকে জানান।”

তিনি সাফ জানিয়ে দেন, পুলিশের নিয়োগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কোনো রাজনৈতিক নেতা বা আমার (এসপি) পক্ষেও কোনো কোটার সুযোগ নেই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকিবউর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন প্রমুখ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow