তিন দফা দাবিতে রাজবাড়ীর ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর ৪৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন।
রাজবাড়ী শহরের শ্রীপুর ও টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে কোনো পাঠদান হচ্ছে না। শিক্ষার্থীরা কেউ খেলাধুলায় মগ্ন, কেউ চিত্রাঙ্কনে ব্যস্ত, আবার কেউ কেউ ক্লাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। শিক্ষকদের কেউ কেউ অফিস কক্ষে বসে কাগজপত্র গোছাচ্ছেন। অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীর উপস্থিতিও ছিল অনেক কম।
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তার বলেন, “আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পাঠদান থেকে বিরত রয়েছি। তবে নিয়মমাফিক বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দেখভাল করছি। দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। প্রধান শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরিজীবীদের তুলনায় আমাদের বেতনে বড় ধরনের পার্থক্য রয়েছে। আমরা এ বৈষম্যের নিরসন চাই।”
টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা মুন্নি বলেন, “আমরা সময়মতো বিদ্যালয়ে আসছি, অফিসের অন্যান্য কাজ করছি। শুধু পাঠদান করছি না। শিক্ষার্থীরা যেন বিশৃঙ্খলা না করে, সে বিষয়েও খেয়াল রাখছি।”
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, “আমাদের এখানে ৮ জন সহকারী শিক্ষক রয়েছেন। সকলেই কর্মবিরতিতে থাকায় পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের তদারকিতে প্রধান শিক্ষক হিসেবে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।”
কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটলেও শিক্ষকরা বলছেন, তাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
What's Your Reaction?






