জুলাই হামলার বিচার চায় বেরোবি প্রশাসন, বিস্ফোরক আইনে মামলা

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
May 8, 2025 - 13:23
 0  3
জুলাই হামলার বিচার চায় বেরোবি প্রশাসন, বিস্ফোরক আইনে মামলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রেজিস্ট্রার মো. হারুন অর-রশীদের স্বাক্ষরে রংপুর মহানগরের তাজহাট থানায় দায়ের করা এজাহারে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ৮০–১০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া হয়েছে।

এজাহারে বলা হয়, ১১, ১৫ ও ১৬ জুলাই শান্তিপূর্ণ কর্মসূচির সময় ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়। এতে শিক্ষার্থীরা আহত হন এবং ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পোমেল বড়ুয়াকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করে বলা হয়, তার নেতৃত্বেই হামলা হয়। ৩ নম্বর আসামি মাসুদুল খালেদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

প্রশাসন মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩(ক) ধারা সংযুক্ত করেছে। একইসঙ্গে দ্রুত তদন্ত ও বিচার চেয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গেট এলাকা থেকে কর্মচারী মোক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ওসি মোসাদ্দেক হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow