জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের স্বেচ্ছায় রক্তদান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) সকালে শহরের লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) জেলা ড্যাবের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ড্যাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হিমেল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই ঐতিহাসিক দিনগুলোকে স্মরণ করে আমরা মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি।" তারা আরও বলেন, এ ধরনের কর্মসূচি একদিকে যেমন মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে, তেমনই সামাজিক দায়বদ্ধতা বাড়াতেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, নিউরোলজিস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব এবং জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পিবি রায় সুপ্রিয়।
কর্মসূচিতে ড্যাব ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এছাড়া, অনেকেই বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।
What's Your Reaction?






