জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে দ্বিতীয় হলেন ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসার

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
May 8, 2025 - 17:11
 0  5
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে দ্বিতীয় হলেন ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসার

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। তিনি রাজবাড়ী জেলার কৃতি সন্তান।

ইতিপূর্বে ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন তিনি। এছাড়াও ২০১৭ সালে কুষ্টিয়ার কুমারখালী, ২০১৮ সালে মিরপুর এবং ২০১৯ সালে যশোর সদর উপজেলায় কর্মরত থাকাকালীন খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। চারটি পৃথক উপজেলার প্রতিনিধিত্ব করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার পর এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে মো. সিরাজুল ইসলাম ২০১২ সালে প্রথম শ্রেণির নন-ক্যাডার হিসেবে উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন। আইন ও আইসিটিতে বিশেষ দক্ষতার পাশাপাশি তিনি পেশাগত সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী নেতৃত্বের জন্য পরিচিত।

তার উদ্ভাবনী কর্মপদ্ধতির মধ্যে রয়েছে—বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ এবং শিক্ষা অফিসে না এসে ঘরে বসে শিক্ষকসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি। এর ফলে শ্রেণিকক্ষে শিক্ষকদের সময় বাড়ে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, মো. সিরাজুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এই স্বীকৃতি প্রমাণ করে, প্রাথমিক শিক্ষায় একনিষ্ঠতা, নেতৃত্ব ও উদ্ভাবনের মেলবন্ধন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow