ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে বুধবার (১৪ মে) বেলা ১২ টা ৫ মিনিটে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে এই কর্মসূচি পালন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত জোবায়ের, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সুমাইয়া ইসলাম মিনা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন, এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘‘গতকাল ঢাকায় ছাত্রদলের নেতাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশে ছাত্রদল প্রতিবাদ জানাচ্ছে। হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’’ বক্তারা আরও বলেন, ‘‘বিগত ১৭ বছরে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার হত্যার শিকার হয়েছে। ছাত্রদল রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই অব্যাহত রাখবে।’’
এছাড়া, বক্তারা সমগ্র দেশের জনগণের প্রতি আহ্বান জানান, ‘‘অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যার বিচার করতে হবে এবং দেশব্যাপী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে হবে।’’ এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
What's Your Reaction?






