গর্ত আর যানজটে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jul 12, 2025 - 08:26
 0  0
গর্ত আর যানজটে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে এই যানজটে আটকে পড়েছে কয়েক হাজার যানবাহন। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান ফোরলেন উন্নয়নকাজ ও অকার্যকর মোড় ব্যবস্থাপনার ফলে সড়ক সরু হয়ে পড়েছে। তার ওপর ভারী বৃষ্টির কারণে আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সড়ক ও জনপথ বিভাগ জানায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোরলেন নির্মাণকাজ গত ছয় বছর ধরে চলমান। এক পাশের কাজ শেষ হলেও তা এখনো চালু হয়নি, ফলে দীর্ঘদিন ধরে একটি সরু পাশ দিয়েই যানবাহন চলাচল করছে।

চালক ও যাত্রীরা জানান, খানাখন্দে আটকে পড়া যানবাহনের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। অনেক গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মেরামত না করলে দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।

ট্রাকচালক জাকির হোসেন বলেন, “সিলেট থেকে পণ্য নিয়ে গভীর রাতে রওনা দিই। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এসে যানজটে আটকে পড়েছি। চার ঘণ্টা হয়ে গেছে, এখনো নড়তে পারিনি।”

বাসযাত্রী লোকমান মিয়া বলেন, “সুনামগঞ্জ থেকে ঢাকায় কাজে যাচ্ছিলাম। আমরা কয়েকজন শ্রমিক। যানজটে পড়ে কাজের সময়মতো পৌঁছাতে পারব না, চাকরির উপর ঝুঁকি দেখা দিয়েছে।”

আরেক যাত্রী সোহেল বলেন, “পরিবার নিয়ে হবিগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছি বিয়ের দাওয়াতে। কিন্তু যানজট দেখে মনে হচ্ছে, অনুষ্ঠান মিস করতেই হবে।”

এ বিষয়ে সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, “আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে তিন ফুটের বেশি গভীর গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে গাড়ি ৭০ কিলোমিটার গতিতে এসে ৫ কিলোমিটারে নামিয়ে আনতে বাধ্য হচ্ছে। একটি ট্রাককে মোড় অতিক্রমে লাগছে ২০ মিনিট পর্যন্ত। ফলে যানজট অনিবার্য। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।”

এদিকে, মহাসড়কের এই নাজুক অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত সংস্কার ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow