খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোরআন শরীফ সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় পবিত্র কোরআন শরীফ সবক প্রদান উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এ মাহফিলে চারজন ছাত্রকে পবিত্র কোরআন শরীফ এবং একজন ছাত্রকে আমপারা শরীফের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক। সভাপতিত্ব করেন খিরাতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আহমদ হোসাইন। তাঁর হাত থেকেই শিক্ষার্থীরা সবক গ্রহণ করেন।
বক্তারা এ সময় বলেন, মাদ্রাসার ছাত্ররা যেন হাফেজ হয়ে ইসলামী শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে পারে এবং অভিভাবকদের স্বপ্ন পূরণ হয়—সে জন্য নিয়মিত দোয়া করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ সাদিকুল ইসলাম, সাংবাদিক শামীম উসমান গণী, মো. বাহার উদ্দিন ভূঁইয়া, আবদুল জলিল, মুখলেস মিয়া, মোঃ আলী মিয়া, আবুল কালাম, আমজাদ হোসেন, আবদুর রহিম, আমিন মোল্লা, ইসাক মিয়া প্রমুখ গণ্যমান্য ব্যক্তি।
What's Your Reaction?






