আখাউড়ায় মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে সচেতন এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে পৌর মুক্তমঞ্চে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শত শত নারী-পুরুষ পৌর শহরের সড়কবাজারে সমবেত হয়ে মুক্তমঞ্চের সামনে মানববন্ধনে অংশ নেন। পরে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন এতে একাত্মতা প্রকাশ করলে মানববন্ধনটি দীর্ঘায়িত হয়ে সড়কবাজার থেকে রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিবন মহাশ্মশানের জায়গা অবিলম্বে উদ্ধারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে জায়গা উদ্ধারে ব্যর্থ হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তব্য দেন রাধামাধব আখড়া ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি হীরালাল সাহা, লোকনাথ সেবাশ্রমের পূজারী আশীষ ব্রহ্মচারী, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জয় লাল শীল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপি নেতা মনতাজ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমদ ভূঁইয়া, ডা. ভজন দেব, ডা. পলাশ মজুমদার, প্রভাষক সুভাষ দাস, দুলাল ঘোষ জয়সহ আরও অনেকে।
What's Your Reaction?






