আগৈলঝাড়ায় অপহরণ ও গণধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় অপহরণসহ গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মিজান (৫৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিজানের বিরুদ্ধে ২০১১ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় অপহরণ ও গণধর্ষণ মামলায় ১৪ বছরের কারাদণ্ডের রায় হয়। আসামির স্থায়ী ঠিকানা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে হওয়ায় মামলার ওয়ারেন্ট আগৈলঝাড়া থানায় আসে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে মিজানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
What's Your Reaction?






