খাইরুল ইসলাম নীলুর স্মরণে ফরিদপুরে স্মরণ সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 14, 2025 - 15:55
 0  15
খাইরুল ইসলাম নীলুর স্মরণে ফরিদপুরে স্মরণ সভা

ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব খাইরুল ইসলাম নীলুর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেলে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ।

সভায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সাবেক কালচারাল অফিসার মোঃ আলাউদ্দিন, বহুরূপী নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুস সালাম মোল্লা, বৈশাখী নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট বশীর আহমেদ চৌধুরী, খেয়া সাংস্কৃতিক সংস্থার সভাপতি ও নাট্যকার ম আহমেদ নিজাম, ফরিদপুরের চাঁদের হাটের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল, খেলাঘর ফরিদপুরের সভাপতি মোঃ আলতাফ হোসেন, নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাঁগচি মৃন্ময়, নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিপ্রা গোস্বামী, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, ললিতকলা একাডেমীর সাধারণ সম্পাদক মেহেদী মিঠু এবং খাইরুল ইসলাম নীলুর পুত্র শহিদুল হোসেন সোহান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে খাইরুল ইসলাম নীলুর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার জীবন ও কর্ম আজও সকল সাংস্কৃতিক কর্মীর অনুপ্রেরণা।

সভায় প্রধান অতিথি অধ্যাপক এম এ সামাদ ফরিদপুরের সংস্কৃতিকর্মীদের নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে খাইরুল ইসলাম নীলুর লেখা একটি গান পরিবেশন করেন সংগীতশিল্পী ফারুক আহমেদ, বাদল দাস, লুৎফর নাহার লতা, তামান্না এবং সোহান। তবলায় সঙ্গত করেন খোকন ও মিথুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ ও নন্দিতা ঘোষ।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই স্মরণ সভা এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow