কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়: ফের খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 19, 2025 - 23:45
 0  0
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়: ফের খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি আবারো বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টায় ছয় ইঞ্চি উঁচুতে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েকদিন ধরে হ্রদের তীরবর্তী এলাকায় অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমার ওপর অতিক্রম করেছে। এই কারণে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.২৫ এমএসএল, যেখানে হ্রদের সম্পূর্ণ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এছাড়া, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে হ্রদ থেকে নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে, ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে হ্রদের পানি বিপদসীমার ওপরে যাওয়ায় ১৬টি জলকপাট ছয় ইঞ্চি উঁচুতে খোলা হয়। পরে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দফায় সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়। পানি বিপদসীমার নিচে নামায় ১২ আগস্ট সকাল ৯টায় আবার বন্ধ করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow