কাপ্তাইয়ে ১৪ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 26, 2025 - 18:58
 0  3
কাপ্তাইয়ে ১৪ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১৪ হাজার ৭শ ৪২ জন ছেলে-মেয়ে শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা মং মারমা।

তিনি বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এখন থেকে স্কুল ও এলাকা ভিত্তিক নির্দিষ্ট ইপিআই টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। তাই শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিভাবকদের প্রতি অনুরোধ, প্রচারণায় সহযোগিতা করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন এবং শিশুদের টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করুন।”

ডা. রুইহলা মং আরও জানান, আগামী প্রজন্মকে টাইফয়েডমুক্ত একটি শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow