কাপ্তাইয়ে শিক্ষকদ্বারা ৬ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 26, 2025 - 07:59
 0  18
কাপ্তাইয়ে শিক্ষকদ্বারা ৬ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৬ শিক্ষার্থীকে রাজন বড়ুয়া নামের এক শিক্ষক বেত্রাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন—কাপ্তাই বড়ইছড়ি মারমা পাড়ার সাথুই অং মারমার মেয়ে অংমেচিং মারমা (১৪) এবং রাঙ্গামাটি সদর কেরেক কাঁটা এলাকার সুজন চাকমার মেয়ে রিনি চাকমা (১৫)।

অভিযোগে জানা যায়, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে কয়েকজন ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চান। ফিরে আসার পর শিক্ষক রাজন বড়ুয়া প্রথমে তাদের কান ধরে শাস্তি দেন। এরপর বাঁশ দিয়ে ৬ শিক্ষার্থীকে বেধড়ক পেটাতে থাকেন। এতে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে এবং আরেকজনের হাতে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা দায়ী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেলী রুদ্র বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow