উত্তেজনাপূর্ণ ফাইনালে সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন মাস্টার কলোনি একাদশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 23, 2025 - 09:29
 0  1
উত্তেজনাপূর্ণ ফাইনালে সেভেন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন মাস্টার কলোনি একাদশ

ফরিদপুর শহরের বিসর্জন ঘাট মাঠে দর্শকদের হর্ষধ্বনির মধ্যে দিয়ে পর্দা নামলো বিপিএল শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের। শুক্রবার রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে মাস্টার কলোনি একাদশ। ‘সন্ত্রাস প্রতিরোধ ও সমাজ কল্যাণ সমিতি, ফরিদপুর’-এর আয়োজনে এই টুর্নামেন্টটি এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দুই দিনব্যাপী নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে জায়গা করে নেয় মাস্টার কলোনি একাদশ ও সেভেন স্টার ক্লাব। রাতের আলোয় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমবেত হয়।

খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ এবং জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন এবং সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল।

বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, "এই ধরনের আয়োজন যুব সমাজকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও খেলাধুলার প্রসারে সব ধরনের সহযোগিতা করে যাবো।"

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। পুরো আসরে দুর্দান্ত খেলে ‘ম্যান অফ দা টুর্নামেন্ট’ নির্বাচিত হন হাদী এবং ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দা ফাইনাল’ পুরস্কার জেতেন তন্ময়।

চ্যাম্পিয়ন দল মাস্টার কলোনি একাদশকে ট্রফিসহ ১০ হাজার টাকা এবং রানার্স আপ দল সেভেন স্টার ক্লাবকে ট্রফিসহ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্ট পরিচালনাকারী আম্পায়ার বাবু, নাজমুল এবং আয়োজক কমিটির সদস্যদেরও তাদের অবদানের জন্য সম্মানিত করা হয়।

তাজুল ইসলাম, রাকিব শাহাল, সুজন, সাদ্দাম, পারভেজ ও আরাফের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow