"গ্রুপিং নয়, দলই আগে" - মাগুরায় গণসংবর্ধনা থেকে কামাল ও নয়নের কড়া বার্তা

নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত মাগুরার শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ। দীর্ঘদিন পর দলীয় শীর্ষ নেতাদের পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মীরা। মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে দেওয়া গণসংবর্ধনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি'র উদ্যোগে আয়োজিত এই গণসংবর্ধনা ও পথসভাটি কার্যত এক জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল দলের মধ্যে ইস্পাতকঠিন ঐক্যের ডাক দেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, "বিএনপির মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করব।"** তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা, তরুণ যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, "নেতৃত্বের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।"
পথসভাকে সফল করতে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের নেতৃত্বে এবং বিএনপি নেতা আক্কাচ শেখ ও ফারুক মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল এসে যোগ দেয়, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
সব মিলিয়ে, এই আয়োজনটি ছিল মাগুরা-২ আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি এবং দলীয় ঐক্যকে আরও সুসংহত করার একটি সফল প্রয়াস।
What's Your Reaction?






