আশুলিয়ায় ভোরে তিন ছিনতাইকারীকে আটক করল সেনাবাহিনী

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভোরবেলা পথচারীর সর্বস্ব ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। রবিবার ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালনকালে ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। দ্রুত পদক্ষেপ নিয়ে সেনা সদস্যরা ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন মোঃ সোহেল রানা (৩০) ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার বাসিন্দা, মোঃ কাওসার (২৯) ও মোঃ মিজানুর রহমান (৪৫)—দুজনই পল্লীবিদ্যুৎ, সাভার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, তিনটি মানিব্যাগ, ছিনতাইয়ে ব্যবহৃত আলামত ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর কাছে ফেরত দেন সেনা সদস্যরা।
এলাকাবাসী ও ভুক্তভোগী সেনাবাহিনীর এই সাহসী ও দ্রুত পদক্ষেপের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, বাইপাইল-জামগড়া এলাকায় ছিনতাই ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি জননিরাপত্তা নিশ্চিত করছে।
What's Your Reaction?






