আশুগঞ্জে চলন্ত অবস্থায় দুই ভাগ মহানগর এক্সপ্রেস ট্রেন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক (গার্ড) কে.এম. শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের মুহূর্তে ট্রেনটির ট ও ঠ বগির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পিছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে।
তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
What's Your Reaction?






