আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 15, 2025 - 14:11
 0  5
আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি এখন আমাদের মাঝে নেই, তবে তাঁর জীবন ও কর্ম মুসলিম উম্মাহর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নাজিব মোমেন বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন আল্লামা সাঈদী। তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মানুষকে ইসলামী আদর্শে উজ্জীবিত করছে। জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে আলোর পথ দেখাবে। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে গড়ে ওঠা দাঈ ও মুফাসসিরগণ তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আঃ কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইমরান খানসহ দলীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow