আলোচিত ইউপি সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 10, 2025 - 15:19
 0  12
আলোচিত ইউপি সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

ক্ষমতার অপব্যবহার করে অসহায় নারীর সঙ্গে ভয়ংকর প্রতারণা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং শেষ পর্যন্ত ধর্ষণ। এমনই জঘন্য অভিযোগের মুখে পড়া মুন্সীগঞ্জের আলোচিত ইউপি সদস্য স্বপন মেম্বার (৪৮) অবশেষে গ্রেফতার হয়েছেন র‌্যাবের হাতে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। তিনি শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত ৮টার দিকে ভিকটিমের সাবেক স্বামীর সঙ্গে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে স্বপন মেম্বার ভিকটিমের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। পরে সু-কৌশলে ভিকটিমকে একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে তার পোশাক খুলে স্থিরচিত্র ধারণ করেন। পরে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভিকটিম পরে বিচার চাইতে স্বপনের বাড়িতে গেলে স্বপন মেম্বারসহ অন্যান্যরা মিলে তাকে মারধর করে আহত করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত স্বপন মেম্বারকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow