আত্রাইয়ে যুবদলের সেমিনার ও সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 7, 2025 - 21:59
 0  5
আত্রাইয়ে যুবদলের সেমিনার ও সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১২টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন-উল ইসলাম।

জেলা যুবদলের নেতৃবৃন্দ জানান, আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিত হবে 'কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ'। এ কর্মসূচি সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মুস্তাকিন, মো. রুবেল হোসেন (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল)। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম টুটুল, মিঠু, মো. আব্দুর রহমান সেন্টু, বায়েজিদ হোসেন নসিব, হাফিজুর রহমান, মামুন, একরাম, মাসুদ ও রকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের সভাপতি বৃন্দ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow