আত্রাইয়ে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 16, 2025 - 19:03
 0  3
আত্রাইয়ে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এ সেতুটি আত্রাই, রানীনগর, মান্দা, নওগাঁ, রাজশাহী ও ভবানীগঞ্জের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন—ভ্যান, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল—এই সেতু দিয়ে চলাচল করে।

কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ থেকে ১০০টি ভ্যান সেতুর ওপর অবৈধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সেতুর ওপর এভাবে ভ্যান দাঁড়িয়ে থাকার কারণে তাদের দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

একজন দোকানদার জানান, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানের সারি লেগেই থাকে। কখনও কখনও এমন যানজট হয় যে অ্যাম্বুলেন্সও আটকে যায়।” এক রিকশাচালক বলেন, “ভ্যানচালকরা অনেক সময় যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সেতুর দুই প্রান্তে যাত্রী ওঠানামা বন্ধ করে দেন।”

স্থানীয় যুব সমাজ দাবি জানিয়েছে, একটি নির্দিষ্ট ভ্যান স্ট্যান্ড নির্মাণ করা হোক, যেখানে সব ভ্যান সুশৃঙ্খলভাবে দাঁড়াতে পারবে।

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, “সেতু থেকে ভ্যানগুলো সরানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো, যাতে সমস্যার স্থায়ী সমাধান হয়।”

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভ্যান সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এভাবে পার্কিং না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow