আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো’র (UNESCO) সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ (Mehdi Benchelah)।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের পক্ষ থেকে এ প্রতিনিধিত্ব করেন তিনি।
সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আইজিপি বাহারুল আলম ইউনেস্কোর প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনীর পেশাগত উৎকর্ষে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ইউনেস্কোর সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






