সালথায় যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার, প্রতিবাদে বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

ফরিদপুরের সালথায় যুবলীগ নেতার ভাই ও ইউপি সদস্য মো. কবির মোল্যাকে (৩৮) গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যেই স্বেচ্ছাসেবক দলের এক নেতার বড় ভাই বাবলু মাতুব্বরকে (৫৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত বাবলু মাঝারদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এর আগে মমঙ্গলবার (৬ মে) বিকাল ৩টার দিকে মাঝারদিয়া গ্রামের আইজদ্দী মোল্যার ছেলে ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বর বলেন, “আমার ভাই বাবলুর সঙ্গে গ্রেপ্তার হওয়া কবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তারপরও তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “কবির মোল্যার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে, এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






