বিশ্বকবির জন্মবার্ষিকীতে সংগীত, নৃত্য ও আবৃত্তির আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস)-এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উসাস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা থাকছে বলে জানিয়েছেন উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস)-এর সভাপতি রবিউল আলম বাবুল।
তিনি আরও জানান, কবিগুরুর জন্মবার্ষিকী ঘিরে প্রতি বছরই এই আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এ বছর অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






