সদরপুরে বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ফরিদপুরের সদরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর বর্ণিল উদ্বোধন হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি (অ.দা.) জাকিয়া সুলতানা।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলা ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনের আগে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও আগত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার ও কৃষি কর্মকর্তা নিটল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, “ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করলে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায়। সাধারণ মানুষের সেবা সহজ করতে ভূমি ব্যবস্থাপনায় ৯৫% কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে।” বক্তারা আরও বলেন, সচেতন ভূমি করদাতাই নিজের সম্পত্তির প্রকৃত রক্ষক।
এ সময় মেলায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা।
ভূমি মেলা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। মেলায় থাকছে ভূমি সেবা বুথ, অনলাইন ভূমি কর প্রদান সহায়তা, হেল্পডেস্ক, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা।
What's Your Reaction?






